Home / চাঁদপুর / চাঁদপুরে বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে যাত্রীদের অর্থদণ্ড
চাঁদপুরে
ফাইল ছবি

চাঁদপুরে বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে যাত্রীদের অর্থদণ্ড

চাঁদপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখায় লঞ্চ ও বাসের যাত্রীসহ পাঁচজনকে তিন হাজার দুইশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬ জুন বুধবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

আবিদা সিফতা বলেন, করোনা প্রতিরোধে ও সরকারের বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের নির্দেশে আমরা জনগণদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি। এছাড়া যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন না এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করছেন তাদের আমরা জরিমানার আওতায় আনছি।

তিনি আরো বলেন, বুধবার ঢাকাগামী লঞ্চ ও চাঁদপুর থেকে আন্তঃজেলায় চলাচলকারী যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচটি মামলা করে এসব মামলার বিপরীতে পাঁচজনকে মোট তিন হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনাকালে সার্বিকভাবে সহযোগিতা করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

স্টাফ করেসপন্ডেট,১৬ জুন ২০২১