চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে কৃষ্ণচূড়া, বকুল চারা গাছ বিতরণ করেছে চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন।
শনিবার (১১ আগস্ট) পুরানবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গীনায় বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ঢালী, প্রতিষ্ঠাতা সভাপতি ইকরাম চৌধুরী, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সুরাইয়া বেগম, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ সফিকুর রহমান মিজি,
প্রচার সম্পাদক আবুল খায়ের, আন্তর্জাতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা অংশ নেয়।
(প্রেস বিজ্ঞপ্তি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur