চাঁদপুর

চাঁদপুরসহ ৩৭ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা

আগামি ১০ থেকে ১৬ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করবে সরকার। এবার জাটকা সপ্তাহের স্লোগান ‘অবৈধ জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না।’

সোমবার(১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন নিয়ে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ এর এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সভাপতিত্ব করেন। মূলত ইলিশ অধ্যুষিত চাঁদপুরসহ ৩৭টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

এবার জাটকা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভোলার চরফ্যাশনে। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে নদীতে অনুষ্ঠিত হবে এক নৌ-র‌্যালি।

সভায় সপ্তাহের বিস্তারিত কর্মসূচি নেয়া হয়। দিবস উপলক্ষে ১০ মার্চ মৎস্য অধিদফতরে প্রতিমন্ত্রী সপ্তাহের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট চাঁদপুরসহ ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে মৎস্য মন্ত্রণালয় থেকে জানানো হয়।

টাস্কফোর্স সভায় মৎস্য প্রতিমন্ত্রী জাটকাসহ অন্যান্য মাছের বংশধ্বংসকারী জাল সমূলে উৎপাটনের জন্য সবার প্রতি আহ্বান জানান। অবৈধ জাল ব্যবহারকারীদের আটকের পর মুক্তির ব্যাপারে কোনো চাপের কাছেও মাথা নত না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের সচিব রইছ-উল-আলম মণ্ডলসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টাস্কফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বার্তা কক্ষ
১৮ ফেব্রুয়ারি,২০১৯

Share