আবহাওয়া

চাঁদপুরসহ সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

হঠাৎ অন্ধকারাচ্ছন্ন আকাশ। মুহূর্তেই ঘনকালো মেঘ থেকে অঝোরো বৃষ্টি। সোমবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে চাঁদপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ভারী বজ্র বৃষ্টি ।

প্রবল বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (>৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

এরইমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ষণ শুরু হয়েছে। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। যেনো দিনের বেলা ‘রাতের আঁধার’। ফলে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালাতে হচ্ছে। রাজশাহীর উপর দিয়ে সকালেই কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এছাড়া দুর্ঘটনা এড়াতে দেশের বিভিন্ন এলাকায় নৌ ও ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

Share