চাঁদপুর

চাঁদপুরসহ সারাদেশে ভারি বর্ষণের সতর্ক বার্তা

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সোমবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও-কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ,চট্রগ্রাম বিভাগসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়া, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৬৪ ও নেত্রকোনায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে চাঁদপুরে অন্যান্য এলাকায়ও ভারী বৃষ্টি হয়েছে। আগামীকাল দুপুরবেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আসছে তিন দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।

নিউজ ডেস্ক
আপডেট সময় ৬:৫০ ২৫ জুন ২০১৮ সোমবার
কে এইচ

Share