চাঁদপুর

চাঁদপুরসহ সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা চাঁদপুরসহ সারাদেশে আজ শনিবার শুরু হচ্ছে ২ নভেম্বর। এবারের পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ এবং জেডিসিতে চার লাখ ৯৬৬ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৯ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ এবার সারা দেশে ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে ২৯ হাজার ৬ শ ৭৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

২০১৯ সালে সারাদেশে ২৬ লাখ ৬১ হাজার ৬ শ ৮২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯ শ ৮৭ জন ছাত্রী রয়েছে।

২০১৯ সালের জেএসডি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৩৩ হাজার ৩শ ১০ জন ও জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২শ ৯১ জন পরীক্ষার্থী রয়েছে।

মন্ত্রী আরো বলেন, ‘পরীক্ষায় এক, দু’ ও তিন বিষয়ে অকৃতকার্য জেএসসিতে ২ লাখ ১১ হাজার ৩৩২ জন ও জেডিসিতে ২১ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী রয়েছে। বিদেশের ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

পরীক্ষায় ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।

চাঁদপুর : ৮৪ কেন্দ্রে ৪৬ হাজার ৬ শ’ ২১ জন শিক্ষার্থী
চাঁদপুরে ২০১৯ শিক্ষা বর্ষে ৮৪ কেন্দ্রে সাড়ে ৪৬ হাজার শিক্ষার্থী জেএসসি , জেডেসি ও ভোকেশনালে অংশ নিচ্ছে। ২৮ অক্টোবর রোববার চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানা গেছে ।

আজ শনিবার ২ নভেম্বর সারাদেশের মত চাঁদপুর জেলার ৮ উপজেলা ২ শ ৯৩ মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬ হাজার ৬ শ ২১ জন শিক্ষার্থী ৫০ টি কেন্দ্রে,২ শ’৬০ মাদ্রাসার ১০ হাজার ৩ শ ৫৩ জন শিক্ষার্থী ২৪ টি কেন্দ্রে এবং ভোকেশনালের ২ হাজার ১শ’ ৪৮ জন শিক্ষার্থী ১০ টি কেন্দ্রে এবার জেএসসি-জেডেসিতে ও ভোকেশনালে অংশ নেবে।

এর মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ৩৪ হাজার ১ শ’ ১২ জন ও কেন্দ্র ৫০ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৩শ’ ৫৩জন এবং কেন্দ্র ২৪ টি। কারিগরির ভোকেশনালে ২ হাজার ১শ ৪৮ জন ১০ কেন্দ্রে এবার এক ও অভিন্ন নিয়ম-নীতিতে সারা দেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৮শ’ ৪৫ জন ও কেন্দ্র ৭ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪ শ’ ৮৪ জন , কেন্দ্র ৩ টি এবং ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ৩শ’ ৬৬ জন

ফরিদগঞ্জে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৮শ’ ৬৮ জন ও কেন্দ্র ৭ টি, জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৫শ’ ৪জন, কেন্দ্র ৩ টি এবং ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ২ শ’ ৪৬ জন , কেন্দ্র ১টি ।

হাজীগঞ্জে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৮ শ’ ৬৮ জন ও কেন্দ্র ৭ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ৪শ’ ৪৯ জন এবং কেন্দ্র ৩ টি এবংভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ৪শ’২৯ জন ও কেন্দ্র ১টি ।

শাহরাস্তিতে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৪ হাজার ২ শ জন ৪৩ জন ও কেন্দ্র ৫ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ৯ শ’ ৯৯ জন এবং কেন্দ্র ২ টি। ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ১শ’ ২৮ জন ও কেন্দ্র ১াট ।

কচুয়ায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৯ শ’ ৯৫ জন ও কেন্দ্র ৬ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ১ শ’ ৯০ জন এবং কেন্দ্র ৫টি। ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ২শ’ ৪৭ জন এব্য কেন্দ্র ১টি ।

মতলব দক্ষিণে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৯ শ’ ৩৯ জন ও কেন্দ্র ৪ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ৮ শ’ ৩১ জন এবং কেন্দ্র ৩টি টি।ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ২শ’ ১০ জন ,কেন্দ্র ১টি । মতলব উত্তরে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৫শ’ ১১ জন ও কেন্দ্র ৯ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ৬ শ’৪০ এবং কেন্দ্র ১টি , ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ৩শ’ ১৩ জন, কেন্দ্র ২ টি ।

হাইমচরে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪ শ’ ৭৫ জন ও কেন্দ্র ১ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী সংখ্যা ৫ শ’ ৮৮ জন এবং কেন্দ্র ১ টি। ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ২ শ’১২ জন এবং কেন্দ্র ১টি ।

চাঁদপুরের সকল পরীক্ষা কেন্দ্রের সময়সূচি এক ও অভিন্ন নিয়ম-নীতিতে চলবে । প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন করে সংশ্লিষ্ট শিক্ষকদেরকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে একজন কেন্দ্র সচিব জানান। এছাড়াও প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র সচিব ও একাধিক সহকারী কেন্দ্র সচিব দায়িত্ব পালন করবেন।

চাঁদপুরে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জেএসসি, জেডেসি ও ভোকেশনাল পরীক্ষা গ্রহণে সকল প্রস্ত্ততি গ্রহন করা হয়েছে বলে চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে ।

আবদুল গনি , নভেম্বর ২, ২০১৯

Share