চাঁদপুর

চাঁদপুরসহ বৃহত্তর কুমিল্লার ৩৫ জনকে শ্রেষ্ঠকরদাতা সম্মাননা প্রদান

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপরে কুমিল্লার বোর্ড মিলনায়তনে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় চাঁদপুরের করদাতাসহ বৃহত্তর কুমিল্লা ৩৫ জনকে শ্রেষ্ঠ করদাতা সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইনমন্ত্রী অ্যডভোকেট আব্দুল মতিন খসরু এমপি বলেছেন, “যারা আয়কর প্রদান করেন আর যারা আয়কর দেন না তাদের উভয়ের মর্যাদা এক হতে পারে না। নোয়াখালীকে সাথে নিয়ে কুমিল্লাকে বিভাগ গঠনের বিষয়টি চুড়ান্ত পর্যায়ে আছে। অচিরেই কুমিল্লার বিভাগ ঘোষণা আসবে।”

অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মো: আনোয়ার হোসাইন, প্রবীণ রাজনীতিবীদ অ্যাডভোকেট আফজল খন, পূর্বাঞ্চলীয় হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো: রেজাউল করিম, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমিল্লার কর কমিশনার রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লার ৩৫জন শ্রেষ্ঠ ও দীর্ঘমেয়াদী করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

 আপডেট: ০৭:৫৫ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

চাঁদপুর টাইমস- জেএআই/ডিএইচ/২০১৫।

Share