সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার জন্য চাঁদপুরের পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুতি করা হয়েছে।
২০ মে শুক্রবার জেলায় ২৩ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আজ জেলায় ২৯টি কেন্দ্রে ২৩ হাজার ১৮ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সেই সভায় পরীক্ষাকালীন পালনীয় বিষয়ে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও চাঁদপুরসহ আজ ৩০ জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরমধ্যে আট জেলার সব উপজেলায় এবং ২২ জেলায় আংশিক পরীক্ষা হবে। এবারে মোট প্রার্থী ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন।
প্রায় ৬৬ হাজার নিয়োগের এ প্রক্রিয়া শুরু হয় ২০২০ সালে। ওই বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৫ হাজার শিক্ষক পাবেন স্কুলগুলো। নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ জেলায় অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল। এর ফল প্রকাশ করা হয় ১২ মে। এতে ৪০ হাজার ৮৬২ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা ৩ জুন নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৪৫ হাজার পদের জন্য আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।
স্টাফ করেসপন্ডেট, ২০ মে ২০২২