পহেলা বৈশাখ ১৪৩২, বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। বাংলা নববর্ষ বাংলাদেশিদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরূপ। আমি এই উৎসবমূখর দিনে চাঁদপুবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ইব্রাহীম জুয়েল বলেন, ‘১৪৩১ সাল অতিক্রম করে ১৪৩২ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। বিশ্বের কোন না কোন জায়গায় এখনও হচ্ছে রক্তে-বিস্ফোরণ। আমরা চাই নতুন বছরের কোন স্থানে রক্ত ঝরবে না, শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না।’
জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি।
পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে। ।
পুরনো বছরের সকল ভুল-ত্রুটি ভুলে নতুন বছরকে স্বাগত জানাই। নতুন বছরের নতুন আশায়, নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা।
শুভেচ্ছান্তে : কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
সম্পাদক (ভারপ্রাপ্ত), দৈনিক চাঁদপুর সময়।
সম্পাদক ও প্রকাশক : চাঁদপুর টাইমস