চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড়ে চাঁদপুর জমিন হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারে অর্ধশত নারী-পুরুষ ও শিশু রোগীকে শনিবার (৩০ জুলাই) বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।
ফ্রি চিকিৎসা প্রদান করেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মো. মোজাম্মেল হক ভুঁইয়া।
এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। চাঁদপুরজমিন হাসপাতালের এই ধরনের ফ্রি চিকিৎসা ব্যবস্থা করায় অত্র এলাকাসহ আশপাশের চিকিৎসা বঞ্চিত গরীব অসহায় রোগীদের চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়েছে।
হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে হাজার হাজার রোগী ফ্রি চিকিৎসা নিয়েছেন এবং বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করেছেন। সকলের সহযোগিতা থাকলে আগামীতেও এই ধরনের ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান।
: আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ৩১ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur