Home / চাঁদপুর / চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্পাদকের মরহুম পিতার জন্যে দোয়া
চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্পাদকের মরহুম পিতার দোয়া

চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্পাদকের মরহুম পিতার জন্যে দোয়া

দৈনিক চাঁদপুরজমিনের ১৭ তম বর্ষ পদার্পণ এবং পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকনের পিতা মরহুম আলহাজ্ব মো. লোকমান মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ মে) দুপুর আড়াইটায় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ। আর এই পত্রিকাটির শুরু থেকে আমার সংশ্লিষ্টতা রয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন তিনি এখন একজন মিডিয়ার শিল্পপতি। চাঁদপুর ও ঢাকায় জাতীয় পর্যায়ে তার বেশ পরিচিতি রয়েছে এবং তিনি এখন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে পরিচিতি লাভ করছেন। মিডিয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনে ভালো করবেন বলে আমি আশাবাদি। চাঁদপুরে যারা পত্রিকা সম্পাদনা করেন তাদের মধ্যে তিনিই একমাত্র একসাথে জাতীয় এবং স্থানীয় দু’টি দৈনিকের সম্পাদক। আমি পত্রিকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। রোকনুজ্জামান রোকন এর সাথে আমার সু-সম্পর্ক ছিলো এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। তাঁর পিতা আলহাজ্ব মো. লোকমান মিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকেও মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির মাহাত্ম অনুধাবন করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদের প্রত্যেককে মৃত্যুর পূর্ব প্রস্তুতি হিসেবে সত্যিকারে মুসলমান হওয়া প্রয়োজন।

পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটা. মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সনাক সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাৎ।

তিনি বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকাটি ১৭তম বর্ষে পদার্পণ করলো। মাঝারি ধরনের জেলায় একটি দৈনিক পত্রিকা ১৬ বছর পূর্ণ করা খুবই কষ্টসাধ্য। এটি শুধুমাত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এর আন্তরিকতা, মানুষের প্রতি ভালোবাসা এবং ভালো কাজের জন্যই সম্ভব হয়েছে। তিনি একজন পরিশ্রমি এবং নিজ এলাকার প্রতি তার আন্তরিকতা থাকার কারণেই এলাকায় এই সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। রোকনুজ্জামান রোকনের পিতার প্রতি তার ভালোবাসা ছিলো। সেই কারণে শেষ মুহূর্তেও পিতার সেবা করার সুযোগ পেয়েছেন। সে হিসেবে তিনি খুবই ভাগ্যবান। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ফরিদগঞ্জ এ.আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, রোটারী ক্লাব অব চাঁদপুরের সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, রোটারী ক্লাব অব চাঁদপুরের ২০১৭-১৮ বর্ষের সভাপতি দেওয়ান আশ্বাদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান, এনটিভির চাঁদপুর প্রতিনিধি হাবিবুর রহমান খান, ইনার উইল ক্লাবের সভাপতি ও রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাফেজ মো. হাসান, হাইমচর প্রেসক্লাব সভাপতি, প্রত্যাশী আর.এ. উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বাশার, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন হিরু, বাগাদী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব আবু বকর মানিক, সদর থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মো. শাহাদাত, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরিফ উল্যাহ গাজী, মরহুমের বড় জামাতা মো. লিয়াকত আলী খান। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক চাঁদপুর কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মাওলানা আব্দুর রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলান মো. আবু বকর।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট চৌধুরী ইয়াছিন ইকরাম, পত্রিকার সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, মফস্বল সম্পাদক এম.এম. কামাল, বিশেষ প্রতিনিধি মনীর হোসেন সজিব, স্টাফ রিপোর্টার মো. বাবু আলম, পারভেজ রহমান ও গাজী মো. ইমাম হাসান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সচিব এম.এ. কুদ্দুছ রোকন, ১০নং ইব্রাহীমপুর ইউনিয়নের সচিব সালামত উল্যাহ খান শাহীন, বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সুমন মাল প্রমুখ

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১: ৩০ এএম, ১৪ মে ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply