নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী চাঁদপুরগামী লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, চাঁদপুরগামী ‘বোগদাদিয়া-১৩’ নামের একটি লঞ্চ ‘জান্নাতি’ নামে বালুভর্তি বাল্কহেডটির পেছনের অংশে ধাক্কা দেয়। এক পর্যায়ে ধাক্কার কারণে লঞ্চটি বাল্কহেডের ওপর উঠে যায়।
তিনি জানান, তখন লঞ্চটি পেছনের দিকে চালিয়ে বাল্কহেডের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বাল্কহেডটি দ্রুত ডুবে যায়। এসময় বাল্কহেডে থাকা চালক–শ্রমিকেরা লাফিয়ে নদীতে পড়ে সাঁতরে তীরে উঠে যান।
জাহাঙ্গীর হোসেন বলেন, লঞ্চটিকে জব্দ করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে ৫ জন লোক ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৪ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur