‘জল আছে যেখানে, মাছ আছে সেখানে’ এ প্রতিপাদ্য বিষয়ে (১৯-২৫ জুলাই) চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্বোধন আলোচনা সভা মঙ্গলবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদযাপন জেলা কমিটির আয়োজনে বিকেলে শহরের ওয়ারলেছ এলাকার বিআরডি হল রুমে সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
তিনি বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। চাঁদপুর ইলিশের রাজধানী হিসাবে পরিচিত। জাতীয়ভাবে চাঁদপুরকে ‘সিটি অব হিলশা’ নামকরণের প্রক্রিয়া চলছে।
জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রটি চাঁদপুরে রয়েছে। মাছ চাষে চাঁদপুরের সুনামও রয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ মিঠা পানিতে মাছ চাষে ৪র্থ হয়েছে। গত বছর চাঁদপুরে ৪শ মেট্টিক টন তেলাপিয়া চাষ করা হয়। খাঁচায় ও মাছ চাষ আরোও বৃদ্ধি করে মৎস্য ক্ষেত্রে চাঁদপুরের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।’
তিনি আরোও বলেন, ‘চাঁদপুর জেলা প্রশাসন জাটকা, মা ইলিশ রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করেছেন। যদি ভরা মৌসুমে সঠিক পরিমানে ইলিশ পাওয়া যায় তাহলেই কার্যক্রম সফল ও সার্থক হবে। আগামী নভেম্বর মাসে মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম রয়েছে। জেলা প্রশাসন মা ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার আতোহার আলী, পটুয়াখালী বিজ্ঞান কলেজের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা।
জেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ কাইয়ুম তালকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, বঅংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. রেদওয়ান খান (বোরহান), কাউন্সিলর আলমগীর গাজী, মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, সফল খাঁচায় মাছ চাষী মো. আলমগীর হোসেন মিয়াজী, মৎস্যজীবি সমিতির সভাপতি মালেক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তছলিম বেপারী, জেলা কান্টি ফিশিং বোটের সাধারণ সম্পাদক শাহ আলম বেপারী।
পরে পুলিশ সুপার কার্যালয়ের পুকুরে পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন পুলিশ সুপার শামসুন্নাহারসহ অন্যান্যরা।
আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ থেকে র্যালি বের করা হয়।