Home / চাঁদপুর / ‘সবাই মিলেই চাঁদপুরকে শান্তির ভূমি হিসেবে গড়ে তুলতে হবে’
চাঁদপুরকে

‘সবাই মিলেই চাঁদপুরকে শান্তির ভূমি হিসেবে গড়ে তুলতে হবে’

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় হাইমচরের কমলাপুরে জীবন কানাই দাসের বাড়ীর প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, সম্প্রতির বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাই।

হিন্দু সম্প্রদায়ের উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ‘মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই চাঁদপুরকে শান্তির ভূমি হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, মানুষের বিশ্বাস ও ধর্মানুষ্ঠানকে সম্মান করাই প্রকৃত মানবতার পরিচয়। ঐক্য, শান্তি ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সেক্রেটারী মো. জসিম উদ্দিন বাহার, সফরসঙ্গী আব্দুর রশীদ, মো. রুবেল মিয়াজী, মাইদুল ইসলামসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অংশ নেন স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা এডভোকেট শাহজাহান মিয়ার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্যোগকে স্বাগত জানান।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
১১ ডিসেম্বর ২০২৫