চাঁদপুর

‘চাঁদপুরকে মাদক-ইভটিজিংমুক্ত করার মনোভাবে কাজ করতে হবে’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, চাঁদপুরে খেলা ধুলার অনেক সুনাম রয়েছে। খেলাধুলার মাধ্যমে চাঁদপুরকে আরো এগিয়ে নিতে হবে। আমরা যারা এখানে খেলাধুলা করতে এসেছি, আমরা সবাই দারুন একটি খেলা উপহার দিবো। চাঁদপুরকে মাদক-ইভটিজিংমুক্ত করা যায় সে মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া মাস উপলক্ষে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি আরো বলেন, ‘চাঁদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত করতে পারলে খেলাধুলার মান আরো উন্নত হবে। এই খেলাতে প্রতিযোগিতা থাকবে কিন্তু রেশারেশি যেনো না হয়। সকলের অবদানে চাঁদপুরের ক্রীড়ার মান আরো বৃদ্ধি পাবে বলে মনে করি। তাই সকলে মিলে মিশে কাজ করতে হবে।’

কাবাডি উপ-কমিটির আহ্বায়ক ওমর পাটওয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ফুটবল উপ কমিটির সাধারণ সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, নাজির পাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন মতলব উত্তর উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা দল। এতে ফরিদগঞ্জ উপজেলা ৭০-৩১ পয়েন্টে মতলবকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

প্রতিবেদক- শরীফুল ইসলাম : আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share