Home / চাঁদপুর / চাঁদপুরকে ‘বাল্য বিবাহ মুক্ত জেলা’ ঘোষণায় পদক্ষেপ গ্রহণ
ballo-biye-early-marrige
প্রতীকী ছবি

চাঁদপুরকে ‘বাল্য বিবাহ মুক্ত জেলা’ ঘোষণায় পদক্ষেপ গ্রহণ

চাঁদপুরকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষণায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । চাঁদপুর সদরের নিবর্হিী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে এ উপজেলার প্রতিটি স্কুল,কলেজ ও মাদ্রাসায় ইতোমধ্যেই চিঠি প্রেরণ করা হয়েছে।

চিঠিটি শনিবার (১ অক্টোবর) অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে। চিঠিটিতে বলা হয়েছে, ৬ অক্টোবরের মধ্যে স্ব স্ব স্কুল,কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের নাম, পিতা-মাতার নাম, ভর্তি রেজিস্টার বা জন্ম সনদ অনুয়ায়ী জন্মতারিখ ও অভিভাবকের মোবাইল নম্বরসহ চিঠিতে উল্লেখিত ছকে শ্রেণিভিত্তিক ডাটার সফট কপি প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসনের একাধিক সভায় বাল্য বিয়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। চাঁদপুরের প্রায় সবক’টি উপজেলাতেই বাল্য বিয়ের সাথে সম্পৃক্তদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ সব ধরণের সামাজিক অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের প্রচারণাও ছিলো লক্ষ্যণীয়।

: আপডেট, বাংলাদেশ সময় ১২:২০ পিএম, ০৩ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

চাঁদপুরকে ‘বাল্য বিবাহ মুক্ত জেলা’ ঘোষণায় পদক্ষেপ গ্রহণ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি

Leave a Reply