চাঁদপুর

‘ব্র্যান্ডি জেলা চাঁদপুরকে তুলে ধরতে ঢাকায় ইলিশ মেলার আয়োজন’

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে তুলে ধরতে ঢাকায় নামকরা হোটেলে ইলিশ মেলার আয়োজন করা হবে। ইলিশ মেলার আয়োজনে ইতোমধ্যে সরকারের অনুমতি পাওয়া গেছে।’

শনিবার(১৫ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর জেলা কমিটির ৩য় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিশ মেলা সম্পর্কে তিনি আরো বলেন, ‘ইলিশ মেলার মূল আয়োজনে থাকবে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা এ ক্ষেত্রে সহযোগিতা করবে । ঢাকায় নভেম্বরের শেষ সপ্তাহ এ ইলিশ মেলা অনুষ্ঠিত করার পরিকল্পনা নেয়া হয়েছে । সেখানে ব্র্যান্ডিংয়ের উপর পুস্তক বাংলা ও ইংরেজিতে প্রকাশ করা হবে । এ পুস্তকের লেখা ক্ষেত্রে কবি সাহিত্যিকদের তুলে ধরতে হবে । উক্ত পুস্তক ইতিহাসের অংশ হয়ে যাবে। অনেক উন্নত মানের হিসেবে এ পুস্তক প্রকাশ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আগামি ১৫ দিনের মধ্যে জেলা মৎস্য অফিসারের নেতৃত্বে একটি ওয়েবসাইট তৈরি করবে। ওই ওয়েবসাইটে ইলিশের যাবতীয় তথ্য থাকবে। নভেম্বরের ইলিশ বাজার উদ্বোধন করা হবে। আমরা ব্র্যান্ডিং জেলা চাঁদপুর জেলা কমিটি অনেক দূর এগিয়েছে । পরিকল্পনা মোতাবেক আমরা এগিয়ে যাচ্ছি । পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।’

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ব্র্যান্ডিং জেলার একটি সফল বাস্তবায়ন দেখতে পাবেন। এ ক্ষেত্রে চাঁদপুর পৌরসভা মেয়রের পূর্ণ সহযোগিতা চাই । এখন থেকে ব্র্যান্ডিং জেলা কমিটির সভা ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেনের পরিচালনায় সভায় অংশ নেন পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্র্যান্ডিং জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান, মতলব দক্ষিনের ইউএনও শহিদুল ইসলাম, কচুয়া ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন, হাইমচর ইউএনও এস এম সরওয়ার কামাল, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. সফিকুর ইসলাম, জেলা তথ্য অফিসার মো. নুরুল ইসলাম, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার প্রমুখ।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share