চাঁদপুর সদর

‘চাঁদপুরকে আলোকিত জেলা হিসেবে গড়ে তুলবো’

চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী বলেছেন, আগের তুলনায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে। তাই আমি বলবো এখানে যারা বিত্তবান রয়েছেন তারা প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়ন করতে মিড ডে মিলে এগিয়ে আসুন। সরকারের জনকল্যান মুলক ও উন্নয়ন মুলক কর্মসূচীকে আমরা সহযোগিতা করবো। প্রত্যেকটি জনসেবা মূলক কাজে এগিয়ে এসে আমরা চাঁদপুরকে আলোকিত জেলা হিসেবে গড়ে তুলবো।

চাঁদপুর সদর বাগাদী ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতভাগ মিড ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার(১৩ ডিসেম্বর) টিফিন বক্স বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এ মহান বিজয়ের মাসে আমি প্রথমেই স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। সেই মহান নেতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ উন্নতির ধারাবাহিকতায় দেশ পরিচালনা করছেন। শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরত্ব দেয়া হচ্ছে। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষার হারও অনেক মানউন্নয়ন হয়েছে। নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য এ আয়োজনে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে জেলা প্রশাসকের আন্তরিক প্রচেষ্টায় এবং চাঁদপুরের সুধী সমাজের সহযোগিতায় চাঁদপুরে এ মাসে শতভাগ মিড ডে মিল চালু হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত উদয়ন দেওয়ান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম।’

বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে ও ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা হাসিনা বেগমের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাইফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভিষেক দাস, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ শাহিদা আক্তার, বাগাদী দরবারের পীরজাদা মাও. মু. মাহফুজ উল্যাহ খান প্রমুখ।

প্রতিবেদক-কবির হোসেন মিজি ।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ৪১ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ

Share