চলে গেলেন ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান। তিনি মূলত হ্যারি পটার সিরিজের ‘প্রফেসর স্নেপ‘ নামেই বেশি পরিচিত ছিলেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াই করে ৬৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
রিকম্যানের খ্যাতির শুরু তার প্রথম ছবি ‘ডাই হার্ড’ থেকেই। এরপর ‘রবিন হুড : প্রিন্স অব থিভস’ ছবিতে অভিনয় করে পান বাফটা পুরস্কার। ১৯৯৭ সালে ‘রাসপুতিন : ডার্ক সার্ভেন্ট অব ডেস্টিনি’র জন্য পান গোল্ডেন গ্লোব। এছাড়াও এই ছবির জন্য স্ক্রিন অ্যাক্টর গিল্ডস অ্যাওয়ার্ড‚ প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ড এবং স্যাটেলাইট অ্যাওয়ার্ড পান তিনি।
তার মৃত্যুর খবর শুনে টুইটারে শোক প্রকাশ করেন হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং। টিনি টুইট করেছেন, একজন অসাধারণ অভিনেতাকে হারালাম আমরা।’
ড্যানিয়েল র্যা ডক্লিফ বা হ্যারি পটার টুইট করেছেন, অ্যালান রিকম্যান নিঃসন্দেহে একজন সেরা অভিনেতা। টিনি আমাকে হ্যারি পটার করার সময় এবং তার পরে অনেক ব্যাপারে সমর্থন করেছেন।’
এছাড়াও টুইটারে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা এবং বহু বিখ্যাত মানুষ।
বিনোদন ডেস্ক || আপডেট: ০৭:৫৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur