পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য না-ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী সাধনা শিবদাসানি। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শুক্রবার (২৫ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৫৫ সালে রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ সিনেমায় একটি গানের দৃশ্যে দেখা যায় তাকে। এরপর ১৯৫৮ সালে ‘আভানা’ সিনেমায় অভিনয় করেন। নায়িকা হিসেবে ১৯৬০ সালে ‘লাভ ইন সিমলা’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- পরখ, প্রেমপত্র, উয় কন থি, ওয়াক্ত, মেরা সায়া, হাম দোনো, এক ফুল দো মালি, ছোট সরকার। তিনি প্রায় ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন।
দীর্ঘ দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেত্রী। অবশেষে সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে গেলেন তিনি। শনিবার (২৬ ডিসেম্বর) তার শেষকৃত্য অনুষ্ঠান হবে।
বিনোদন নিউজ ডেস্ক || আপডেট: ০৭:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur