চলে গেলেন ইন্দো-ব্রিটিশ অভিনেতা সাইদ জাফরি। রোববার তার মৃত্যুর খবর জানান তাঁর ভাইঝি শাহিন আগরওয়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
নিজের ফেসবুক পেজে শাহিন লেখেন, আজ জাফরি পরিবারের এক প্রজন্মের সমাপ্তি ঘটল। সাইদ জাফরি তাঁর ভাই-বোনদের সঙ্গে মৃত্যু পরবর্তী জীবনে মিলিত হয়েছেন। তাঁর পিতার কোলে ফিরে গিয়েছেন। এই সুন্দর মানুষটকে গোটা জাফরি পরিবার বিদায় জানাচ্ছে। মৃত্যুর পর দেখা হবে আবার।
দিল, কিষণ কানহাইয়া, ঘর হো তো অ্যায়সা, রাজা কি আয়েগি বরাত, দিওয়ানা মস্তানা, মহব্বত, জব প্যার কিসিসে হোতা হ্যায়, আন্টি নম্বর ওয়ান, আলবেলা তাঁর অভিনীত ছবিগুলোর অন্যতম।
বিনোদন ডেস্ক | আপডেট: ০৯:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur