চলাচলে ঝুঁকি হয়ে পড়েছে পুরান বাজার থেকে রঘুনাথপুর
চাঁদপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ড পুরানবাজার বাজার থেকে রঘুনাথপুর রাস্তাটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সরজমিন গিয়ে দেখা যায়, শহরের সাথে রঘুনাপুর হয়ে বালিয়া সহ ফরিদগঞ্জ যাওয়ার সহজ রাস্তাটির গফুর মিজি বাড়ির পর থেকে রঘুনাথপুর বাজার পর্যন্ত রাস্তার খাল পারের সাইট ভেঙে দেভে গেছে। বড় বড় গর্তে পরিণত হয়েছে প্রায় ১ কিলোমিটার সড়ক। এতে করে ওই সড়কে চলাচল কারি ছোটবড় গাড়ি একে অপরকে সাইট দিতে গিয়ে হয় দাঁড়িয়ে থাকতে হয় না হয় ঝুকিপূর্ণ ভাবে
সাইট দিতে গিয়ে দূর্ঘনার শিকার হয়। তাছাড়া রাস্তাটির খাল পাড়ের অংশের সাইট ভেঙে খালের দিকে তলিয়ে গেছে।
এলাকাবাসী বলেন, চলতি মৌসুমে খাল খনন করার পর বর্ষার পানির তীব্র স্রোতের কারণে খালের সাইটের রাস্তাটি ভেঙে যাচ্ছে। এতে করে রাস্তার উল্টো দিকের বসবাসরত বাড়িঘর ভেঙে পড়ার আশংকায় রয়েছে। এটি একটি ব্যস্ততম সড়ক । এই রাস্তাটির সাথেই যে খালটি রয়েছে তার গাইড দেওয়াল নেই। ফলে বর্ষা মৌসুমে খালের সাইটের রাস্তাটি দেবে যায়। কিন্তু অপরিকল্পিত খাল খননের ফলে আজ রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিনের সময় যানবাহন ধীর গতিতে চলাচল করতে পারলেও রাঁতের সময় ঝুঁকি নিয়ে যান বাহন চলছে। এরই মধ্য অটো রিকশা আর বাইসাইকেল কয়েক বার ভাঙা স্থানে দুর্ঘনার শিকার হয়েছে। বহু মোটরসাইকেল ভাঙা স্থানে কাত হয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতেকরে যাত্রী কিম্বা বাহকদের শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে ।
অথচ পৌর সভার পক্ষ থেকে এই রাস্তাটির খালের অংশে ঝুকিপূর্ণ ১ কিলোমিটার গাইড দেওয়াল করে দিলে আজ রাস্তাটি ভেঙে যেতো না। মানুষের প্রাণ হানিরও আশংকা থাকতো না। বর্তমানে রাস্তাটির ভাঙা অংশে এলাকাবাসী লাল কাপড় দিয়ে বিপদ সংকেত দিয়ে এলাকা নিশ্চিত করে রেখেছে। বিগত ১-২ মাস যাবত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। অথচ পৌর প্রশাসক কোন নজর দেন না। আর এই ভাবে পরে থাকলে পুরো রাস্তার মাঝ খাল ভেঙে খালে পরিণত হবে। তখন যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে আর ভোগান্তিতে পড়বে হাজার হাজার মানুষ। বন্ধ হয়ে যাবে শিক্ষা কার্যক্রম আর তাই এই রাস্তাটি অতবি জরুরী সংস্কার প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী ও সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদক/ ২৫ আগস্ট ২০২৫