ঢাকা থেকে ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করেছে। বুধবার ১ জুন সাড়ে ৯ টার পর ট্রেনটি যাত্রা শুরু করে। দিল্লি থেকে ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করেন দুদেশের দু’মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব।
মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে।
২৬ মাস পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু হলো। এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি ছাড়বে বেলা ১১টা ৪৫, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে রাত সাড়ে ১০ টায়,অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে রাত ৯ টা ৫৯ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭ টা ১৫ মিনিট।
ট্রেনটি সপ্তাহে দুদিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫,এসি সিট ৩ হাজার ৪২০,এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।
১ জুন ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur