করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার বিভিন্ন বাজারে জনস্বাস্থ্য নিয়ন্ত্রে রাখতে কাজ করেন।
গত প্রায় ১৫ দিনে চলমান লক ডাউনে উপজেলার বিভিন্ন এলাকায় দন্ডবিধির ২৬৯ ধারায় ৯৯টি মামলায় ৮২ হাজার ১৯০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সৃত্রে জানা যায়,হাজীগঞ্জ বাজারসহ উপজেলার বাকিলা বাজার, রাজারগাঁও বাজার, বলাখাল বাজার, বেলঁচো বাজার, পালিশারা বাজারসহ বেশ কিছু এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার বলেন, আমার যোগদানের এক সপ্তাহের মাথায় চলমান লকডাউন। শুরু থেকে বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি না মানায় প্রায় শতাধিক মামলা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে সতর্ক বার্তা পৌচে দেওয়ার চেষ্টা করেছি।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur