বরগুনার বেতাগী থেকে ঢাকা আসার পথে লঞ্চে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার রাত ১২ টার দিকে বেতাগী থেকে ঢাকাগামী শাহরুখ-২ লঞ্চে এ ঘটনা ঘটে।
মৃত ওই যাত্রীর সঙ্গে কোন স্বজন না থাকায় তার পরিচয় পাওয়া যায়নি।তবে তা পকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ লঞ্চের ডেকে (মেঝেতে) অনেক লোক দেখতে পাই। সামনে এগিয়ে গেলে দেখি একজন মধ্যবয়সি লোক মারা গেছেন। পাশে লোকজনের ভিড়।
পাশে থাকা যাত্রীরা বলছিলেন, লোকটি বসা অবস্থায় ছিলেন, হঠাৎ তিনি মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভিড় করলে লঞ্চ কর্তৃপক্ষ এসে জানায় লোকটি মারা গেছেন।
শহরুখ-২ লঞ্চের ইনচার্জ মো. শরিফ যুগান্তরকে জানান, বরগুনা থেকে ঢাকা আসতে ৮টি ঘাটে যাত্রী তুলতে লঞ্চ থামানো হয়। কোন ঘাট থেকে লোকটি উঠেছে তা এখনো নিশ্চত না। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেের সঙ্গে কথা বলে ঢাকা থেকে বরগুনাগামী রয়েল ক্রুস-২ লঞ্চে অজ্ঞাত লাশটি হস্তান্তর করেন শহরুখ-২ লঞ্চের কর্মকর্তরা।
বার্তা কক্ষ, ২১ জুলাই ২০২২