জীবন আর জীবিকার প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন বহু বাংলাদেশী। প্রবাসে কর্মরত এসকল মানুষগুলো আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে বিশেষ ভুমিকা রাখছে।
প্রায় আমরা প্রবাসীদের সততার কথা আমরা শুনে থাকি। তাদের মধ্যে তেমনই একজন, চাঁদপুর ফরিদগঞ্জ পাইকপাড়া গ্রামের শেখ ফরিদ টিটু।
শেখ ফরিদ টিটু চাঁদপুর জেলার ফরিদগঞ্জের উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে। তিনি জীবিকার তাগিদে ২০১৪ সালে মালয়েশিয়া পাড়ি জমান।
তিনি মালময়েশিয়া কুয়ালালামপুরে সিল কন্সালের নামে কনস্ট্রাকশন কোম্পানি তে দীর্ঘদিন ধরে সততার সাথে কাজ করে আসছেন ।
গত ১৫ নভেম্বর কর্মস্থলে কাজ করার সময় কোম্পানির স্টরে বিশ হাজার রিঙ্গিত, বাংলাদেশী টাকায় প্রায় ৪ লক্ষ টাকা পান । এই টাকার মালিকে পেয়ে তা তিনি কর্মরত কোম্পানির কাছে পৌঁছে দেন।
তার সততার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন কোম্পানির মালিকপক্ষ এবং মালয়েশিয়া প্রবাসীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। যা প্রবাসে বাংলাদেশীদের আরও সম্মানিত করেছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম