চাঁদপুর

চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু : আঞ্জুমানে দাফন

হাজীগঞ্জ উপজেলার ধেররা নামক স্থানে চলন্ত ট্রেন সাগরিকা এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাত (২০) যুবকের মৃত্যুর ২৪ ঘন্টা পর কোন পরিচয় না পাওয়ায় তাকে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে অজ্ঞাত যুবকের লাশটি ময়না তদন্তের পর আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে বলে চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান।

এ ব্যাপারে রেলওয়ে থানার পক্ষ থেকে ব্যাপক প্রচার করার পরও কোন সন্ধান পাওয়া যায়নি বলে রেলওয়ে পুলিশ জানান। তার আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া গেলে তাদেরকে চাঁদপুর রেলওয়ে থানায় যোগাযোগ করার জন্য রেলওয়ে থানার ওসি উছমান গনি পাঠান অনুরোধ জানিয়েছেন।

থানায় তার ছবি তুলে রাখা আছে। ছবি দেখে তাকে সনাক্ত করতে পারবেন তা আত্মীয় স্বজন।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share