Home / সারাদেশ / চলতি মাসেেই আসছে দু’টি শৈত্যপ্রবাহ
snow

চলতি মাসেেই আসছে দু’টি শৈত্যপ্রবাহ

উত্তরাঞ্চলে চলতি মাসে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সময় তাপমাত্রা ১০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নিচে নামতে পারে। আর আগামী জানুয়ারিতে এই তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামি জানুয়ারিতে শীতের তীব্রতা আরো বাড়বে এবং অন্তত দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে এ অঞ্চলে। এর মধ্যে অন্তত দু’টি শৈত্যপ্রবাহে তীব্র আকার ধারণ করতে পারে। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে। তবে ১০ ডিসেম্বর থেকেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের লক্ষণগুলোর দেখা মিলবে।

ঢাকা আবহাওয়া অফিসের পূর্বাভাস মতে, চলতি ডিসেম্বরের শেষার্ধ্বে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সময় তাপমাত্রা ১০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়বে।

এদিকে রাজশাহী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আগামি জানুয়ারিতে দিকে দু’থেকে তিনটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত দু’টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করবে। ওই সময় তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে। শুধু উত্তরেই নয়,পুরো অঞ্চল ঢাকা পড়তে পারে ঘন কুয়াশায়।

বার্তা কক্ষ , ১১ ডিসেম্বর ২০২০
এজি