Home / শিক্ষাঙ্গন / চলতি বছর থেকেই সমাপনী পরীক্ষা বাতিল
primary-school
ফাইল ছবি

চলতি বছর থেকেই সমাপনী পরীক্ষা বাতিল

চলতি বছর থেকেই পঞ্চম শ্রেwণর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গ্রহণের সিদ্ধান্ত বাতিল হয়েছে। সরকারের উচ্চ মহলের ইঙ্গিত পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০জুন এ সিদ্ধান্ত নেয়। আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণার জন্য গণশিক্ষা মন্ত্রণালয় তাদের এ সিদ্ধান্ত মন্ত্রীসভায় পাঠাবে।

সরকার পঞ্চম শ্রেwণর শিক্ষার্থীদের এ পরীক্ষাটি ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। পরে অভিভাবক ও শিক্ষাবিদদের দাবির মুখে চলতি বছরেই এ পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়| ইতিমধ্যে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করেছে।

কিছুদিন ধরে এ বছর থেকেই পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন অভিভাবকেরা। পাশাপাশি একই বিষয়ে আদালতে একটি রিটও করা হয়েছে।

সেখানে কেন এ বছর থেকে এ পরীক্ষা বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এমন প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্ত নিল।

নিউজ : আপডেট, বাংলাদেশ সময় ০৪:৩০ পিএম, ২২ জুন ২০১৬, বুধবার
ডিএইচ