চাঁদপুর

চলতি বছর চাঁদপুরের ৭৩ কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থী সাড়ে ৪৮ হাজার

সারা দেশের ন্যায় চাঁদপুরেও ২০১৭ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরিক্ষা। এ পরিক্ষায় জেলার ৮ উপজেলার ৭৩টি কেন্দ্রে মোট ৪৮ হাজার ৫শ’ ১৩ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবেন।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, চলতি বছর জেএসসিতে ৮ উপজেলার ৪৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯ হাজার ১শ ৭১ জন। চাঁদপুর সদরের ৭ কেন্দ্রে পরীক্ষার্থী ৭হাজার ২শ ১ জন। ফরিদগঞ্জ উপজেলায় ১০ কেন্দ্রে পরীক্ষার্থী ৫হাজার ৭শ ৩২ জন। হাজীগঞ্জ উপজেলায় ৭ কেন্দ্রে পরীক্ষার্থী ৫হাজার ৫শ ৯২ জন। শাহরাস্তি উপজেলায় ৫ কেন্দ্রে পরীক্ষার্থী ৩হাজার ৭শ ৬৭ জন। কচুয়া উপজেলায় ৬কেন্দ্রে পরীক্ষার্থী ৬হাজার ৩শ ৯৭ জন। মতলব উত্তর উপজেলায় ৯ কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ৭০জন। মতলব দক্ষিন উপজেলায় ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৫ হাজার ৮শ ২৮ জন। হাইমচর উপজেলায় ১ কেন্দ্রে পরীক্ষার্থী ১হাজার ৫শ ৮৪ জন।

এছাড়া জেডিসিতে ৮ উপজেলার ২৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ৯ হাজার ৩শ ৪২ জন। চাঁদপুর সদরের ৩ কেন্দ্রে পরীক্ষার্থী ১হাজার ৩শ ৯০জন। ফরিদগঞ্জ উপজেলায় ৫ কেন্দ্রে পরীক্ষার্থী ২হাজার ২শ ৪৫ জন। হাজীগঞ্জ উপজেলায় ৩ কেন্দ্রে পরীক্ষার্থী ১হাজার ২শ ২৬ জন। শাহরাস্তি উপজেলায় ২ কেন্দ্রে পরীক্ষার্থী ৮শ ৩১ জন। কচুয়া উপজেলায় ৫ কেন্দ্রে পরীক্ষার্থী ১হাজার ৮শ ৮৩ জন। মতলব উত্তর উপজেলায় ২ কেন্দ্রে পরীক্ষার্থী ৪শ ৮১জন। মতলব দক্ষিন উপজেলায় ৩ কেন্দ্রে পরীক্ষার্থী ৪শ ৮১ জন। হাইমচর উপজেলায় ১ কেন্দ্রে পরীক্ষার্থী ৫শ ১০ জন।

এদিকে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ১০ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Share