Home / জাতীয় / চলতি বছরে দেশে স্বর্ণের দাম বাড়তে পারে
চলতি বছরে দেশে স্বর্ণের দাম বাড়তে পারে

চলতি বছরে দেশে স্বর্ণের দাম বাড়তে পারে

গত বছরের নিম্নমুখী ধারা থেকে বেরিয়ে এসে এ বছর আবারও ঊর্ধ্বমুখী হবে সোনার বাজার। বছরের শুরুতে দাম খুব একটা না বাড়লেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাবে বছরের দ্বিতীয় ভাগে।

সম্প্রতি থমসন রয়টার্স জিএফএমএস জরিপে এমনটি জানানো হয়েছে। জরিপে বলা হয়, এশিয়ায় চাহিদা কমার পাশাপাশি খনি থেকে উত্তোলন কমায় সোনার দাম এ বছর ক্রমান্বয়ে বাড়বে। সে হিসেবে বাংলাদেশেও এর প্রভাব পড়বে।

জরিপে থমসন রয়টার্স জিএফএমএস বিশ্লেষকরা বলেন, ‘আমরা মনে করছি ডলারের বিপরীতে এ বছর সোনার দামে কিছুটা পুনরুদ্ধার ঘটবে। বছর শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি এক হাজার ২০০ ডলার থাকবে এবং পুরো বছরে গড়ে দাম হবে এক হাজার ১৬৪ ডলার।

তবে এ বছরও মাঝে মাঝে চাপে পড়বে সোনার বাজার। এ ছাড়া চীনের শ্লথ অর্থনীতি এবং ইউয়ানের নেতিবাচক পূর্বাভাসের কারণে এ বাজার কিছুটা লাভবান হবে। বাজার আস্তে আস্তে তেজিভাব নিলে বিনিয়োগকারীরাও ফিরতে শুরু করবে।

গত বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমছে সোনার দাম। ২০১৫ সালে প্রায় এক দশকের মধ্যে প্রথম সুদের হার বাড়ায় ফেডারেল রিজার্ভ।

এদিকে গত বুধবার বিশ্ববাজারে সোনার দাম বেড়ে ১২ সপ্তাহে সর্বোচ্চ হয়। এদিন স্পট সোনার দাম বেড়ে আউন্সপ্রতি এক হাজার ১১৯ ডলার হয়।

সিঙ্গাপুরে ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক বার্নাবাস গ্যান বলেন, ‘আমি বিস্মিত হব না যদি সোনার দাম এক হাজার ১৫০ ডলারে উঠে আসে। এমনকি দাম যদি এক হাজার ২০০ ডলারেও ওঠে যায় তাও আমি অবাক হব না। কারণ বিশ্বব্যাপী শ্লথ প্রবৃদ্ধি সোনার দাম আবারও বাড়াতে পারে।’

থমসন রয়টার্স জিএফএমএস জরিপে আরো বলা হয়, ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী সোনার চাহিদা বেড়েছে ২ শতাংশ। রয়টার্স, কমোডিটি অনলাইন। (কালের কন্ঠ অবলম্বনে)

নিউজ ডেস্ক : আপডেট ১২:২৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার

ডিএইচ