Home / আন্তর্জাতিক / চলতি বছরেই করোনার টিকা চালুর আশা : হু
who

চলতি বছরেই করোনার টিকা চালুর আশা : হু

চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের কয়েক লাখ ডোজ টিকা তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এসব টিকা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষকে দেয়া প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার ১৮ জুন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান হু’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথান। যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

হু’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথান জানান, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে দু’শ’টিরও বেশি প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দশটি মানুষের ওপর পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন,‘ভাগ্য খুবই ভালো হলে এ বছরের মধ্যে এক থেকে দু’টি সফল টিকা পেয়ে যাবে।’

এ অনুমানের ভিত্তিতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন,`ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দ্রুত কাজ চালানোয় ২০২১ সালের শেষ নাগাদ ২ শ কোটি ডোজ টিকা তৈরি করা যাবে।’

করোনাভাইরাসের টিকা উদ্ভাবন সফল হলে তিন গ্রুপের মানুষের জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে বলে জানান সৌম্য স্বামীনাথান। তারা হলেন- চিকিৎসাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের মতো সামনের কাতারের কর্মী; সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা বয়স্ক এবং ডায়বেটিক রোগী এবং শহুরে বস্তি বা কেয়ার হোমে অবস্থান করা উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা মানুষেরা।

গত মাসে ফার্মাসিউটিক্যাল কোম্পানির নির্বাহীরা জানান, ২০২১ সাল শুরুর আগে করোনাভাইরাসের এক বা দুটি টিকা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন,ভাইরাসটিকে পরাজিত করতে দেড়শ কোটি ডোজ টিকার প্রয়োজন পড়বে।

বিশ্বজুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে বিশ্বের বিভিন্ন দেশে প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত টিকা উদ্ভাবন সম্ভব হয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস এখন পর্যন্ত সারা বিশ্বে ৪ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে।

এ ছাড়া আক্রান্ত হয়েছে ৮৫ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ।

বার্তা কক্ষ , ১৯ জুন ২০২০