Home / জাতীয় / চলছে প্রথম ধাপের ইউপি নির্বাচন : ইসি সন্তুষ্ট

চলছে প্রথম ধাপের ইউপি নির্বাচন : ইসি সন্তুষ্ট

দলীয়ভাবে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূলের এ নির্বাচনের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ চার কমিশনার।

নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক রংপুর ও রাজশাহী, মো. আবু হাফিজ ঢাকা ও ময়মনসিংহ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী সিলেট ও চট্টগ্রাম এবং মোহাম্মদ শাহনেওয়াজ বরিশাল ও খুলনা বিভাগের খোঁজ নিচ্ছেন টেলিফোনে। তাঁদের কাছ থেকে সার্বক্ষণিক তথ্য নিচ্ছেন সিইসি।

নির্বাচনে এ ধরনের মনিটরিং এবারই প্রথম।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেন, ‘আমরা টেলিফোনে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। আমার দায়িত্বে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। আমাদের মনিটরিংয়ে এখনো নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। তবে পুরোপুরি সন্তুষ্ট কি না তা ভোট শেষ হওয়ার পর বোঝা যাবে।’

এ নির্বাচন কমিশনার আরো বলেন, ‘সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গা ছাড়া ভোট সুষ্ঠু হচ্ছে। তৃণমূলের এ নির্বাচন সবাই চায়। ভোটারদের উপস্থিতি ভালো। আশা করি ৬০ শতাংশের ওপরে ভোট পড়বে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবু হাফিজ বলেন, ‘আমরা ৮০ শতাংশ টাকা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ব্যয় করি। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে তার দায় কার? এ দায়িত্ব কে নেবে? আমাদের ম্যানেজমেন্টে কোনো ত্রুটি থাকলে তার দায় আমাদের। কিন্তু ম্যানেজমেন্টে আমরা কোনো ঘাটতি রাখছি না।’ তিনি বলেন,

‘আমরা সংশ্লিষ্ট সবাইকে বলে দিয়েছি যে ইউপিগুলোতে ভোট হচ্ছে প্রয়োজনে। তার অর্ধেকগুলো বন্ধ হয়ে যাক তাতে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন সুষ্ঠু হতে হবে।’
নিউজ ডেস্ক : আপডেট ০২:১৪ পিএম, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ