করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই মুহূর্তে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
১০ অক্টোবর, শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন তিনি। রাজ সবার কাছে দোয়া চেয়েছেন দ্রুত আরোগ্যলাভের জন্য।
গত সপ্তাহে মোস্তফা কামাল রাজ তাহসান খান ও তানজিন তিশাকে নিয়ে শুটিং শুরু করেন ‘মানি মেশিন’নামে একটি ওয়েব সিরিজের। হঠাৎ করে তিশা শুটিং থেকে বিরতি নিয়ে জানান তিনি তিনি করোনা আক্রান্ত। এরপর তাহসানও আক্রান্ত হাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। শনিবার সিরিজটি পরিচালক রাজ জানালেন তিনিও কোভিড-১৯ পজিটিভ।
বিনোদন ডেস্ক,১০ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur