ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মনোনয়নপত্র কেনার বিষয়ে ওপেনার তামিম ইকবাল বলেছেন, মনোনয়ন ফরম কেনার পর রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। এটি তার নতুন পরিচয়। তবে রাজনীতিতে তার নতুন পরিচয় হলেও আমাদের কাছে তিনি শুধু অধিনায়কই হিসেবেই থাকবেন।
রোববার (১১ নভেম্বর) মিরপুরে একাডেমি মাঠে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তামিম বলেন, যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার (১১ নভেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং মাশরাফির শুভানুধ্যায়ীরা।
মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।
এর আগে, বেলা ১১টার দিকে গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নিয়ে এসেছেন তিনি।
এদিকে মিরপুর টেস্ট নিয়ে তামিম বলেন, আমার মনে হয়, প্রথম দুই ঘণ্টা উইকেট বেশ কঠিন ছিল। শুরুটা আমরা খুব একটা ভালো করতে পারিনি। তবে পরে মুশফিক আর মুমিনুল যেভাবে লড়াই করেছে সেটারই ফল দিন শেষে পেয়েছে তারা। আপনি দেখেন এখন উইকেট খুব সহজ হয়ে গেছে, রান আসছে। দিন শেষে এটাই টেস্ট ক্রিকেট। আপনি অনেকক্ষণ কষ্ট করবেন এবং একটা সময় তার ফল পাবেন।
তামিম আরও বলেন, মুমিনুলের জন্য আমি খুব খুশি। আমি জানি মুমিনুল কতটা কষ্ট করে। মুশফিক যে কষ্ট করে সেটা আমরা সবাই জানি। কিন্তু মুমনিুলের বিষয়টা সবাই জানে না। সে আসলেই অনেক কষ্ট করে। তার জন্য ব্যক্তিগতভাবে আমি খুব খুশি।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur