ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামের মাঠে আনোয়ার হোসেন আনু (৩৯) নামে চরমপন্থিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আনু হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা ভালকী গ্রামের জাবেদ আলী মন্ডলের ছেলে।
নিহতর ভাই বিল্লাল জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে কে বা কারা আনুকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার কোন খোঁজ ছিল না।
বৃহস্পতিবার তার লাশ পাওয়া যায়। ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ঘোড়াগাছা গ্রামের মাঠে একটি গলাকাটা লাশ পড়ে আছে। পুলিশ ফোর্স নিয়ে আমি আজ দুপুর দুইটার দিকে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা হয়েছি। ওসি আরো জানান নিহত আনুর বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ আরো জানায়, গত ৯ বছর আগে আনুর আরেক ভাই হাকিকেও দুর্বৃত্তরা হত্যা করে। সে সময় তারা বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সাথে যুক্ত ছিল ।
ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে আনু চরমপন্থি দলে যোগ দেয়। আনু অত্যাচারে ঘোড়াগাছার পাল সম্প্রদায়ের লোকজন অতিষ্ঠি ছিল বলে জানা গেছে। অনেকের ধারণা আনুকে বৃহস্পতিবার দিনের বেলা গলাকেটে হত্যা করা হতে পারে।
জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট
: : আপডেট ৭:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur