Home / উপজেলা সংবাদ / হাইমচর / চরভৈরবী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন প্রধানীয়া
দাখিল

চরভৈরবী দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন প্রধানীয়া

হাইমচর উপজেলার চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া।

গতকাল বুধবার হাইমচর উপজেলার চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার অভিভাবক কমিটির সভাপতি নির্বাচনে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আঃ রহিম খানের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের একক প্রস্তাব ও সমর্থনে পূর্নাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে।

সভাপতি নির্বাচনে অভিভাবক সদস্য মোঃ লোকমান হোসেন প্রস্তাবে ও নাজমুল হোসেন হাওলাদারের সমর্থনে সকল সদস্যদের একক সমর্থম করে।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ-সভাপতি এম এ বাশার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ জুবায়ের শিমুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকির, মাদ্রাসার সুপার মাওঃ মোঃ ফারুকুল ইসলামসহ শিক্ষক অভিভাবক সদস্য, দাতা সদস্য প্রমূখ। নির্বাচিত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া সকলকে অভিনন্দন জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার, ২৯ মার্চ ২০২৩