Home / উপজেলা সংবাদ / হাইমচর / চরভৈরবী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ
চরভৈরবী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ

চরভৈরবী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ

হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের কমিউনিটি পুলিশং সমাবেশ ২৮ জুলাই চরভৈরবী উচ্চ বিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী বলেন, ‘কমিউনিটি পুলিশিং সদস্যরাই সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংএর মত সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধ করতে পারবে। একদল লোক দেশে ধর্মের অপপ্রচার চালিয়ে দেশের উন্নয়নের ব্যাঘাত ঘটাতে চেষ্টা চালাচ্ছে। তারা যে দলেরই হোক না কেন তাদের কে ছাড় দেয়া হবে না।’

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আহমদ মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জালাল চৌকদার প্রমুখ।

সমাবেশ শেষে পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে মোসলেউদ্দিন (মুসা) সভাপতি, ইউসুফ জুবায়ের শিমুলকে সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন মোল্লাকে সাংগঠনিক করে নতুন কমিটি ঘোষণা করেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Leave a Reply