চরভৈরবীতে দেলোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন সরদারের নির্বাচনীয় মতবিময় সভায় স্বাগত বক্তব্য তিনি বলেন, আমি বিগত ৫ বছর যাবৎ আপনাদারে সুখে দুঃখে ছিলাম। আগমী ২৮ তারিখ নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয় করলে আবারও আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আপনারা জানে এ ওয়ার্ডে আমি করছি আর কি করি না আপনারা ভাল জানে।

রোববার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মতবিনিময় সভা নুরুজ্জামান গাজীর সভাপতিত্বে ও মোঃ মহিউদ্দিন মোল্লা পরিচালনায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হোসেন মাঝি, জিন্নাহ কবিরাজ, সেলিম খলিফা, মানিক হাওলাদার, বাবুল মাঝি, আবু বক্কর ফরাজি, নজরুল ইসলাম কাজী, হজু মোল্লা, ছত্তর গাইন,মাওলানা মোঃ ফারুক ইসলাম, মোহাম্মদ আলী বাগ, তাইজুল মাস্টার, আল আমিন কাজীসহ স্থানীয় লোকজন।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৩০ অক্টোবর ২০২২

Share