একাদশে চতুর্থ ধাপে ভর্তির ফল বুধবার

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ের ভর্তির আবেদনের ফল বুধবার ২৪ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ফল বুধবার ২৪ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে।

এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর (রোববার ও সোমবার) শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছিলেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড.খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ অধ্যক্ষদের আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত পর্যায়ে ভর্তির জন্য এ সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদন করতে হবে শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd) প্রদত্ত নির্দেশিকা মেনে।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। চতুর্থ পর্যায়ের সিলেকশন পাওয়া শিক্ষার্থীদের ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ২৮ ও ২৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে,এ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। অনলাইনের বাইরে ম্যানুয়ালি কোনো ভর্তি গ্রহণযোগ্য হবে না।

২৩ সেপ্টেম্বর ২০২৫
এ জি