দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২০। আসছে ১২ ডিসেম্বরের আয়োজনে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’।
বৃহস্পতিবার দিবসটি উদযাপনে অনলাইনে এক প্রস্তুতি সভা আয়োজিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদযাপন কমিটির বৈঠকে এ প্রতিপাদ্য নির্ধারিত হয়।
সভায় অন্যদের মধ্যে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন, আইসিটি বিভাগ ও এর অধীন দপ্তর, সংস্থাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া বেসিস, বিসিএস, বাক্য-এর সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় আইসিটি বিভাগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত মূল উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাককক্ষ, ৩ নভেম্বর,২০২০;