চাঁদপুর

চাঁদপুর পৌর নির্বাচনে চবি ছাত্রলীগের সা‌বেক নেতৃবৃ‌ন্দের প্রচারণা

চাঁদপুর পৌর নির্বাচ‌নে আওয়ামীলীগ ম‌নোনিত নৌকা প্র‌তি‌কের মেয়র প্রা‌র্থী অ্যাড. ‌জিল্লুর রহমান জু‌য়ে‌লের প‌ক্ষে চট্রগ্রাম বিশ্ব‌বিদ্যালয় ছাত্রলীগের সা‌বেক নেতৃবৃ‌ন্দ ও চট্রগ্রাম বিশ্ব‌বিদ্যালয় প্র‌গ্রে‌সিভ এক্স-স্টু‌ডেন্টস ওয়েল‌ফেয়ার এ‌সো‌সি‌য়েশ‌নের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারনা ক‌রে‌ছেন।

২ অক্টোবর,শুক্রবার বেলা ১১টায় শতাধিক সাবেক ছাত্রলীগ নেতাদের একটি গাড়ি বহর চাঁদপুর শহরে প্রবেশ করেন।

এসময় তারা শহরের বড়স্টেশন এলাকার ৭নং ওয়ার্ডে অ্যাড.জিল্লুর রহমান জুয়েলের উঠোন বৈঠকে উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট চান। পরে তারা এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকা প্রতীতের লিফলেট বিতরণ করেন।

সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের পক্ষে দিলজাদ ক‌বির রিপন ব‌লেন,আমরা চট্রগ্রাম বিশ্ববিদ্যাল‌য়ে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। আমরা যারা জু‌য়েল ভাই‌য়ের সা‌থে রাজনী‌তি ক‌রে‌ছি বিশ্ববিদ্যালয়‌কে শি‌বির মুক্ত ক‌রে‌ছি তারা আজ সক‌লে এক‌ত্রিত হ‌য়ে চাঁদপু‌রে এ‌সে‌ছি নৌকার পক্ষে ভোট চাই‌তে। জু‌য়েল ভাই স্বচ্ছ রাজনী‌তির মানুষ। আ‌মি চাঁদপু‌রের ছে‌লে হি‌সে‌বে জু‌য়েল ভাই‌য়ের জন্য আপনা‌দের নিকট ভোট প্রার্থনা কর‌ছি।

চট্রগ্রাম বিশ্ব‌বিদ্যালয়ের সা‌বেক ছাত্রলীগ নেতৃবৃ‌ন্দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, ‌সে‌লিম রেজা, সৌরভ শ‌ফিকুল ইসলাম, দিলজাদ ক‌বির রিপন, ইমরান আহ‌মেদ ভূঁইয়া, মোয়া‌জ্জেম হো‌সেন কাওসার, ইম‌তিয়াজ আউয়াল অপু, খা‌দিমুল ইসলাম, ম‌নিরুল ইসলাম পরশ, ফয়সাল আহ‌মেদ, হৃদয় ফারুক, তানভীর এলা‌হি, মহ‌সিন ক‌বিরসহ শতা‌ধিক নেতা।

প্র্রতিবেদক:আশিক বিন রহিম,২ অক্টোবর ২০২০

Share