Home / উপজেলা সংবাদ / কচুয়া / চট্রগ্রাম থেকে বাড়ি ফেরা হলো না কচুয়ার যুবকের
চট্রগ্রাম

চট্রগ্রাম থেকে বাড়ি ফেরা হলো না কচুয়ার যুবকের

চট্রগ্রাম শহরে শখের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না চাঁদপুরের কচুয়ার নোয়াগাঁও গ্রামের সবুজ ইসলাম রনি (২৫) নামের এক যুবকের। পথিমধ্যে বুধবার রাত ১০ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুন্ড থানার বড় দারোগারহাট ওজন স্কেলের উওর পার্শে চট্রগ্রাম গামী অজ্ঞাতনামা ট্রাক চাপায় মমার্ন্তিক সড়ক দুঘর্টনায় প্রান গেল তার। এসময় তার বন্ধু মাহফুজুল হক (২৫) গুরুতর আহত হয়েছে।

নিহত যুবক সবুজ ইসলাম রনি কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. তাজুল ইসলামের পুত্র ও আহত মাহফুজুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. জাকির হেসেনের পুত্র।

বৃহস্পতিবার বাদ জোহর জানানা শেষে নিহত যুবক সবুজ ইসলাম রনি’র লাশ কচুয়ার নোয়াগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/৭ আগস্ট ২০২৫