চট্রগ্রামে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৩ টায় চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহীনা সুলতানার সঞ্চালনায় ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকারকে শপথ বাক্য পাঠ করান চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে শপথ গ্রহণ করেন- ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃসবুজ মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারিছ খান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান বেপারি, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমান উল্লাহ সরকার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাহান মোল্লা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বোরহান উদ্দিন, ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালমা বেগম, ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আকলিমা বেগম, ৭,৮ ও ৯ নং সংরক্ষিত কাউন্সিলর নূরুনাহার।
শপথ বাক্য পাঠ শেষে চট্রগ্রামের বিভাগীয় কমিশনার বলেন, আজকে যে আপনারা শপথ নিয়েছেন অর্থাৎ অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার গুলো মাথায় রেখে এলাকার সবাইকে নিয়ে কাজ করবেন।
পরে ছেংগারচর পৌরসভায় মেয়র আরিফ উল্যাহ সরকার বিভাগীয় কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানান এবং সহযোগীতা কামনা করেন।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ১১ আগস্ট ২০২৩