Wednesday, April 01, 2015 09:03:31 PM
চট্টগ্রাম অফিস :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৮৫ লাখ টাকার স্বর্ণসহ মো. বেলাল হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। বেলাল জেলার ফটিকছড়ির নুরুল আলমের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর এএসপি সোহেল মাহমুদ জানান, ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণবার নিয়ে এক যাত্রীর আসার খবর আগেই জানতে পারেন। বেলাল বিমানবন্দরে কাস্টমস ও শুল্ক গোয়েন্দাকে ফাঁকি দিয়ে স্বর্ণবার নিয়ে বের হয়ে আসে। আগে থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল র্যাব-৭ এর একটি দল।
তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় বেলালকে র্যাব আটক করে। তার জুতার ভেতর থেকে ১৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় দুই কেজি ও আনুমানিক মূল্য সাড়ে ৮৫ লাখ টাকা। তাকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।