চট্টগ্রামে শিশু হত্যাকারী বাবা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে ৩ শিশু কন্যাকে গলা কেটে হত্যা করা ঘাতক বাবা আবদুল গণিকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর চাঁদপুর টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকার প্রধান সড়ক থেকে আবদুল গণিকে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশের একটি দল। গ্রেফতারের পর তাকে চকরিয়া থানায় এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে আবদুল গণি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়াড়ের চৌধুরী পাড়া গ্রামের আবদুল গণি ১৫ মে ভোরে তার ৩ কন্যা শিশু আয়েশা ছিদ্দিকা (১০), শিউলি জান্নাত শিউলি (৮) ও ১৮ মাসের তাহুরা জান্নাতকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। এরপর থেকে ঘাতক বাবা আবদুল গণি পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত শিশুদের মা ফাতেমা বেগম বাদী হয়ে তার স্বামীসহ তিনজনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। চারদিন পর সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

 

Share