চট্টগ্রামে চাঁদপুরগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইচ্যুত হয়েছে।
৫ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলী স্টেশনের কাছে চাঁদপুরগামী ওই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম স্টেশন ছেড়ে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল।
সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলী স্টেশনের কাছে ওই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ করা হয়।
সকাল ১০টার দিকে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে।
বার্তা কক্ষ, ৫ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur