চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কন্টেইনারের চাপায় নিহত মোঃ ইউনুছ মিয়াজী(৫৭) তার ছেলে আব্দুর রহিম (৩০) কে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
১১ মে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বাপ ও ছেলের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ডাকঘর জামে মসজিদের খতিব।
আরও পড়ুন>>> চট্টগ্রামে কন্টেইনার চাপা পড়ে মতলবের বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
নিহত ইউনুস মিয়াজী ও তার ছেলে আব্দুর রহিমের লাশ চট্রগ্রাম থেকে বাড়ীতে আসার পর স্ত্রী,সন্তান এবং আত্বীয় স্বজনদের হৃদয় বিদারক আহাজারিতে বাতাস বাড়ী হয়ে যায়। নিহত আব্দুর রহিম তিন ভাইয়ের মধ্যে সে মেঝো।বড় ভাই আব্দুর রহমান ও ছোট ছেলে রাজ্জাক। তিনি কোরআনে হাফেজ। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাপ-ছেলের নিহতের সংবাদ পেয়ে কাতার থেকে তার বড় ছেলে আব্দুর রহমান মিয়াজী বৃহস্পতিবার দেশে চলে আসেন। স্বামী ও সন্তান হারিয়ে রহিমা বেগম কাদঁতে কাঁদতে মুর্ছা যায়।
প্রসঙ্গত,চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় বুধবার দুপুর বারোটায় নিজ বাসা থেকে চট্রগ্রাম বন্দরে কর্মস্থলে বাপ ও ছেলে যাওয়ার পথে রিক্সার ওপর কন্টেইনার পড়ে তাদের (পিতা-পুত্র) মৃত্যু হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur