চট্টগ্রামের এসএ পরিবহনের দেওয়ান হাট ধনিয়ালাপাড়া কাউন্টারে অভিযান চালিয়ে লক্ষাধিক ইয়াবাসহ কাউন্টারের ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করেছে র্যাব । শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক দুইজন হলেন-এস এ পরিবহনের এই কাউন্টারের ম্যানেজার এম এ মুবিন ও কর্মচারী শামসুদ্দিন সবুজ।
র্যাব- ৭ এর সহকারী পরিচালক শাহেদা সুলতানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন এস এ পরিবহনের ধনিয়ালাপাড়া কাউন্টারে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পাঠানোর জন্য বুকিং করা একটি পার্সেলের কাঠের আলমীরার ভেতরের গোপন কুটরীতে এক লাখের বেশি ইয়াবা পাওয়া যায়।”
এই ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur