Home / শীর্ষ সংবাদ / চট্টগ্রামের হাটহাজারী জেএমবির আস্তানায় অভিযান : গোলাবারুদসহ আটক ৩
চট্টগ্রামের হাটহাজারী জেএমবির আস্তানায় অভিযান : গোলাবারুদসহ আটক ৩

চট্টগ্রামের হাটহাজারী জেএমবির আস্তানায় অভিযান : গোলাবারুদসহ আটক ৩

চট্টগ্রামের হাটহাজারী থানার আমানবাজার এলাকায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন- রাসেল (২৫), নয়ন (২৪) ও ফয়সাল (২৬)।

হাটহাজারীর আমানবাজারের জয়নব কমিউনিটি সেন্টারের পেছনে আস্তানাটি ঘেরাও করে শনিবার রাত ১২টা থেকে এ অভিযান চালানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা জঙ্গি আস্তানাটির ওপর নজর রাখছিলাম এবং খোঁজ খবর নিচ্ছিলাম। এর আগে নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগরের একটি বাড়ি থেকে পাঁচ জেএমবি সদস্যকে আটক ও গোলাবারুদ উদ্ধারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সামরিক কমান্ডারের আস্তানা সম্পর্কে জানতে পারি। এরপর আমাদের অনুসন্ধানে হাটহাজারীর এ আস্তানার সন্ধান পাই। এ আস্তানা থেকে একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি, দুই কেজি জেল এক্সপ্লোসিভ, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪টি পোশাক, নেমপ্লেট ও র‌্যাংকব্যাজ এবং বেশকিছু জেএমবির সাংগঠনিক বই ও নথিপত্র পাওয়া যায়।’

গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার বলেন, ‘আমানবাজার এলাকার হাজী ইছহাক ম্যানশন নামের একটি দোতলা বাড়িতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াসের আস্তানা রয়েছে- বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই এ অভিযান চালানো হয়।’

জেএমবি-2

তিনি বলেন, ‘আমরা জানতে পারি জঙ্গি ফারদিনের আস্তানা থেকে মূলত নগরীর বিভিন্ন এলাকায় এবং স্থাপনায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হচ্ছিল। আর কিছুদিন সময় পেলে তারা বড় ধরনের নাশকতা চালাত।’

অভিযান শেষে ভোর ৫টার দিকে জেএমবি সদস্যদের নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০১:৩০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫, রোববার

এমআরআর